খেলার মাঠে সবার আগে
Nsports-logo

মঙ্গলবার, ৮ই অক্টোবর ২০২৪

টাইগারদের সামনে কঠিন চ্যালেঞ্জ

টি-২০ বিশ্বকাপের এইবারের আসরে প্রথম ২ ম্যাচ জিতে বেশ নির্ভার রয়েছে প্রোটিয়ারা।গ্রুপ ডি তে এখনো পর্যন্ত তারাই রয়েছে শীর্ষ স্থানে।ঠিক তার পরের স্থানেই রয়েছে বাংলাদেশের অবস্থান।নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে টাইগাররা। টাইগারদের সামনে আজ প্রতিপক্ষ শক্তিশালী সাউথ আফ্রিকা। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় ১০জুন রাত ৮:৩০ মিনিটে মুখোমুখি হবে এই দুইদল।

প্রোটিয়ারা তাদের সবকটি ম্যাচই খেলছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। ২ম্যাচেই বোলিংয়ে চিরচেনা রুপে ছিলো প্রোটিয়ারা।প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে মাত্র ৭৭ রানেই উড়িয়ে দেয় তারা।দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে অলআউট করে মাত্র ১০৩ রানে।তবে ব্যাটিংয়ে যেনো কিছুটা হলেও ভুগছে প্রোটিয়ারা।শ্রীলঙ্কার সাথে সহজে জিতলেও নেদারল্যান্ডসের বিপক্ষে উঁকি দিচ্ছিল হারের শঙ্কা।মাত্র ১২ রানেই হারাতে হয়েছিলো ৪ ব্যাটারকে।পরে অবশ্য মিলারের ব্যাটিং ভেলকিতে জয়ের বন্দরে পৌঁছায় প্রোটিয়ারা। ফিফটির দেখা পায় কিলার মিলার।
অন্যদিকে গ্রুপ ডি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে টাইগাররা। শ্রীলঙ্কাকে ২ উইকেট হারায় তারা।টাইগার শিবিরে সবচেয়ে দুশ্চিন্তার নাম ব্যাটিং।এক তাওহিদ হৃদয় ছাড়া তেমন একটা ছন্দে নেই কোনো ব্যাটার।শ্রীলঙ্কার বিপক্ষে ২০ বলে ৪০ রানের এক ঝড়ো ইনিংস খেলেন এই স্টারবয়।তবে ফর্মে ফিরার ইঙ্গিত দিয়ে রেখেছেন লিটন দাসও।প্রোটিয়াদের বিপক্ষে জিততে হলে ব্যাটিং ডিপার্টমেন্টকে যে জ্বলে উঠতে হবো সময়মতো।অন্যদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অফফর্মও বেশ চিন্তার কারণ।প্রোটিয়াদের হারাতে হলে যে ব্যাটে-বলে জ্বলে উঠতে হবে এই তারকা অলরাউন্ডারকে এই একথা বলার গুরুত্ব রাখে না।

তবে স্বস্তির বার্তা দিচ্ছে টাইগার বোলিং অ্যাটাক।বরাবরের মতোই এইবারও বেশ ছন্দে রয়েছে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট। ফিজ,তাসকিন,শরিফুলরা তুলছেন গতির ঝড়।শ্রীলঙ্কাকে ১২৪ রানে গুটিয়ে দেওয়ার বড় কৃতিত্ব টাইগার পেস বোলিংয়ের।তবে টাইগার বোলিং অ্যাটাকে এইবার নতুন সংযোজন লেগি রিশাদ হোসেন।গত ম্যাচে একাই উড়িয়ে দিয়েছেন লংকান লায়নদের।ক্যারিয়ার সেরা বোলিং (২০-৩) করে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে এই স্লো উইকেটে মানিয়ে নেওয়া হবে বেশ চ্যালেঞ্জিং।টাইগারদের চেয়ে যোজন যোজন এগিয়ে প্রোটিয়ারা।ব্যাটিং,বোলিং ফিল্ডিং এই তিন ডিপার্ট্মেন্টের নজারকাড়া পারফর্মেন্স জানান দিচ্ছে এইবারের টি-২০ বিশ্বকাপে কতোটা ফেভারিট তারা  তবে ব্যাটে-বলে লড়াই জমিয়ে তুলে প্রোটিয়াদের হারাবে টাইগাররা এমনটাই চাওয়া টাইগার ভক্ত-সমর্থকদের।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy