বাঁচা মরার লড়াই পাকিস্তানের
ইতোমধ্যেই বেশ জমে উঠেছে টি-২০ বিশ্বকাপের প্রথম পর্বের খেলা।তবে এইবার উত্তেজনার পারদ আরো বাড়তে পারে ভারত-পাকিস্তান দুই মহারথীর ম্যাচকে ঘিরে।নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে এই দু’ দল।
টি-২০ বিশ্বকাপে এইবারের আসরে উড়ন্ত সূচনা পেয়েছে ভারত।নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে একপ্রকার হেসে-খেলেই উড়িয়ে দিয়েছে রোহিতরা।
তবে ঠিক উলটো চিত্র যেন পাকিস্তান শিবিরে।এইবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে হেরেছে দলটি। তাই তো স্বাভাবিকভাবে বেশ চাপে রয়েছে। ভক্ত-সমর্থক থেকে শুরু করে সাবেকরাও অংশ নিয়েছেন কঠোর সমালোচনায়।
এরই মধ্যে বেশ জমজমাট হয়ে উঠেছে গ্রুপ-এ এর লড়াই।টানা দুই ম্যাচ জিতে শীর্ষ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে ভারতের অবস্থান।তবে এখনো পর্যন্ত পয়েন্টের খাতা খুলতে পারেনি বাবর আজমরা।তাই বিশ্বকাপে টিকে থাকতে হলে ভারতে বিপক্ষে ম্যাচ জয়ের বিকল্প নেয় পাকিস্তানের। টি-২০ বিশ্বকাপে দু-দল এখন পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়ে ৫ বারই জিতেছে ম্যান ইন ব্লু।৭ বারের দেখায় মাত্র একবারই জিততে পেরেছিলো ম্যান ইন গ্রীনরা।
ভারত-পাকিস্তান ম্যাচের আগে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হতে পারে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের উইকেট। বেশ স্লো উইকেট আর আউটফিল্ড নিয়ে এরইমধ্যে বিরুপ মন্তব্য করতে শুরু করেছে ক্রিকেট সংশ্লিষ্টরা।ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে আরেক দুশ্চিন্তার নাম বৃষ্টি।ম্যাচের দিন রোববার নিউইয়র্কে বৃষ্টির বেশ সম্ভাবনা রয়েছে।তবে এসবকিছুকে ছাড়িয়ে জমে উঠবে ভারত-পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বীর তুমুল লড়াই,মাঠভর্তি গ্যালারিতে ব্যাটে -বলের লড়াই হবে সমানে সমানে এমনটাই প্রত্যাশা ভক্ত-সমর্থকদের।