শরিফুলের হাতে সেলাই, প্রথম ম্যাচে খেলা নিয়ে শঙ্কা
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়া বাংলাদেশি পেসার শরিফুল ইসলামকে হাসপাতালে নিয়ে গেছে দলের মেডিকেল বিভাগ। তার চোট বেশ গুরুতরই বলা যেতে পারে। হাতে লেগেছে সেলাই, অনিশ্চিত বিশ্বকাপের প্রথম ম্যাচে।
ভারতের ইনিংসের শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার একটি শট আটকাতে গিয়ে হাতে আঘাত পান শরিফুল। আঙুলের ব্যথায় তখনই মাঠ ছেড়ে যেতে হয় তাকে। ম্যাচ শেষ হতে হতে জানা যায়, শরিফুলকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানেই পরীক্ষানিরীক্ষা করা হয় তার আঘাতপ্রাপ্ত স্থানের। এরপর চোট কতটা গুরুতর তা নিয়ে মেডিকেল বিভাগ জানিয়েছে, শরিফুলের হাতে সেলাই লেগেছে। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও তিনি অনিশ্চিত।
এদিকে ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘শরিফুল পর্যবেক্ষণে আছে, আশা করছি ঠিক হয়ে যাবে।’
ম্যাচ জিতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা যেমন খুশি, তেমন খুশি ছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। আর তার কারণ বাংলাদেশের বোলারদের পারফরম্যান্স। শরিফুল নিয়মিতই ভালো করছেন। তার চোট তাই দুশ্চিন্তার কারণই বটে। এদিকে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান এই ম্যাচে ছিলেন বিশ্রামে। তাসকিনেরও রয়েছে ছোটখাটো চোট সমস্যা। বিশ্বকাপে এই দুজনকে নিয়ে বোলিং আক্রমণ আরও ভয়ংকর করার আশা শান্তর।
তিনি বলেন, ‘বোলাররা দারুণ করেছে। শরিফুল ও রিশাদ যেভাবে বল করেছে, আমি খুবই খুশি। তাসকিন ও মুস্তাফিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা ফিরলে দৃশ্য অন্যরকম হবে।’