যুক্তরাষ্ট্রের ভিসা প্রসেসিং ইস্যুতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথে দেশে ফিরেছিলেন মোস্তাফিজুর রহমান। এর ফলে চেন্নাই সুপার কিংসের হয়ে একটি ম্যাচ মিস করেন ফিজ। আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে একাদশে ফিরেই তুলে নিলেন দুই উইকেট।
এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১৩৭ রান তুলতে সক্ষম হয়েছে কলকাতা। ম্যাচে দ্বিতীয় ওভারেই বল হাতে আক্রমণে আসেন মোস্তাফিজ। নিজের প্রথম ওভারে মাত্র ৬ রান দিলেও উইকেটের দেখা পাননি তিনি। এরপর পাওয়ার প্লের শেষ ওভারে আবারও বল হাতে আসেন তিনি। এবারও রানের চাকা আটকে দেন। প্রথম দুই ওভারে উইকেটশূন্য থাকলেও খরচ করেন মোটে ১২ রান।
এরপর ইনিংসের ১৭তম ওভারে বোলিংয়ে আসেন মোস্তাফিজ। এসেই আন্দ্রে রাসেলকে ফাঁদে ফেলেন তিনি। কিন্তু এমএস ধোনি সহজ ক্যাচ মিস করলে অপেক্ষা বাড়ে। ইনিংস ও নিজের করা শেষ ওভারের প্রথম বলেই কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে সাজঘরে ফেরান। এরপর মিচেল স্টার্ককে ফিরিয়ে পার্পল ক্যাপ নিজের করে নেন তিনি। ম্যাচে ৪ ওভারে ২২ রান খরচ করেন মোস্তাফিজ।
ম্যাচে নামার আগে ৭ উইকেট ছিল মোস্তাফিজের। আট উইকেট নিয়ে তখন শীর্ষে ছিলেন রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। শেষ পর্যন্ত তাকে টপকে নয় উইকেট নিয়ে শীর্ষে জায়গা করে নেন মোস্তাফিজ।
এদিন বল হাতে তিন উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও তুষার দেশপান্ডে। কলকাতার হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন আইয়ার।