শেষটা রাঙানো হলোনা
সিরিজের শেষ ম্যাচে এসে আবারো জয়ের দেখা পেলো নিউজিল্যান্ড। পঞ্চম টি টোয়েন্টি তে কিউইরা ২৭ রানে হারিয়েছে টাইগারদের। তবে এর আগে চার ম্যাচের তিনটিতে জিতে কাজের কাজটা করে রাখে বাংলাদেশ। তাই সিরিজটা পকেটে গেছে ৩-২ ব্যবধানে।
মিরপুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিইউই অধিনায়ক টম লাথাম৷ এদিন একাদশে চারটি পরিবর্তন আনে স্বাগতিকরা। ইনিংসের প্রথম থেকেই টাইগার বোলারদের উপর চড়াও হন ওপেনার ফিন অ্যালেন। রাচীন রাবীন্দ্রকে সাথে নিয়ে ওপেনিং জুটি তে যোগ করেন আটান্ন রান। ২৪ বলে ৪১ রানে বিধ্বংসী ইনিংস খেলেন ফিন। অধিনায়ক লাথাম হাঁকান অর্ধশতক। ২০ ওভার শেষে স্কোরবোর্ডে জমা হয় ১৬১ রান৷ বাংলাদেশী বোলারদের মাঝে শরিফুল সর্বোচ্চ ২ টি উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে ব্যর্থ লিটন, সৌম্য, মুশফিকরা। নাঈম এবং রিয়াদ দুজনের সমান ২৩ রানে হারের ব্যবধান কমেছে মাত্র। তবে শেষ দিকে আফিফের অপরাজিত ৪৯ রান আজকের দিনের একমাত্র স্বস্তির খবর টাইগার ভক্তদের জন্য। শেষ পর্যন্ত বাংলাদেশ সংগ্রহ করে ১৩৪ রান। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কিউই অধিনায়ক টম লাথাম। ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন যৌথভাবে। টম লাথাম এবং নাসুম আহমেদ।