অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সিনারের প্রতিপক্ষ মেদভেদেভ
এর আগে দুবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হৃদয় ভাঙে দানিল মেদভেদেভের। গেলবার তো পেরোতে পারেননি তৃতীয় রাউন্ড। আজ সেমিফাইনাল থেকেই বিদায়ের শঙ্কা জেগেছিল তার। তবে ষষ্ঠ বাছাই আলেকজান্দার ভেরেভের বিরুদ্ধে প্রথম দুই সেট হারের পর টাইব্রেকে পরের দুটি জেতেন তৃতীয় বাছাই মেদভেদেভ। পঞ্চম সেট সহজেই জিতে ৪ ঘণ্টা ১৮ মিনিটের লড়াই শেষে উঠেছেন ফাইনালে।
মেদভেদেভ ৫-৭, ৩-৬, ৭-৬ (৭/৪), ৭-৬ (৭/৫), ৬-৩ গেমে জেতেন। এই নিয়ে তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন মেদভেদেভ। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে টানা দ্বিতীয়বার, সব মিলিয়ে তিনটি পাঁচ সেটের ম্যাচ জিতলেন মেদভেদেভ।
২০২১ ফাইনালে নোভাক জকোভিচ এবং ২০২২ এ রাফায়েল নাদালের কাছে হেরেছিলেন মেদভেদেভ। আজ ফাইনালে ওঠার পর মেদভেদেভ বলেন, ‘আমার নিজেকে তৈরী করতে হবে রবিবারের (ফাইনাল) জন্য। আমরা সাধারণত বলে থাকে তিনবারের সময় লাকি দেখা যাক। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি আসলে সব সময় এমনটি হয় না। আশা করছি এখানে এবার এটি কাজ করবে।’
প্রথম দুই সেট হারের পর কিছুটা ক্লান্ত ছিলেন মেদভেদেভ। মেদভেদেভ বলেন, ‘তৃতীয় সেটে আমি শারীরিক ভাবে কিছুটা ক্লান্ত ছিলাম। তবু আমি আক্রমণাত্মক ভাবে খেলি। টাইব্রেকে বলতে গেলে আমি ভাগ্যবান ছিলাম। তবে এটাই টেনিস।’
মেদভেদেভ ফইনালে খেলবেন ইয়ানিক সিনারের বিপক্ষে। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছেন মেদভেদেভ। ৬টি জিতেছেন তিনি, হেরেছেন তিনটিতে। তবে এটিপি টুর ফাইনালসে গেল নভেম্বরে সিনারের কাছে হেরেছিলেন মেদভেদেভ।