অস্ট্রেলিয়ান ওপেন: প্রথম সেমিফাইনালে কোকো গফের মুখোমুখি হবেন আরিনা সাবালেঙ্কা
ইউক্রেনের মার্তা কস্তিয়ুকের সামনে প্রবল প্রতিরোধের মুখে পড়েছিলেন কোকো গফ। তুমুল লড়াইয়ে অবশ্য সেই বাধা উতরে যেতে পেরেছেন ইউএস ওপেন জয়ী। তাতে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন কোকো গফ।
যুক্তরাষ্ট্রের চতুর্থ বাছাইকে তীব্র গরমেও লড়তে হয়েছে। রড লেভার অ্যারেনায় কঠিন কন্ডিশনে চলেছে তিন ঘণ্টা ৮ মিনিটের লড়াই। সেই লড়াইয়ে গফ জিতেছেন ৭-৬ (৮-৬), ৬-৭ (৩-৭) ও ৬-২ গেমে।
ভয় জাগানো ফর্মে শেষ আটে পৌঁছালেও ১৯ বছর বয়সীর এদিনের পারফরম্যান্স ছিল হতাশাজনক। সার্ভে তাকে সংগ্রাম করতে দেখা গেছে। সুযোগও হাতছাড়া করেছেন প্রচুর। তার পরেও বাধা উতরে যেতে পেরে গফ ভীষণ খুশি, ‘যেভাবে লড়েছি তাতে ভীষণ আনন্দিত আমি।’
মেলবোর্ন পার্কে গফ আগের চার চেষ্টাতে কখনও চতুর্থ রাউন্ডের বাধা পার হতে পারেননি। এবারও মার্তার তুমুল প্রতিরোধের মুখে পড়েছিলেন, ‘মার্তা খুব শক্তিশালী প্রতিপক্ষ… আমাকে লড়তে হয়েছে। তবে যা হয়েছে কোর্টেই শেষ।’
এখন শেষ চারে তার প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাবালেঙ্কা চেক বারবোরা ক্রেজসিকোভাকে সোজা সেটে ৬-২ ৬-৩ পরাজিত করার পর সাবালেঙ্কা সেমিফাইনালে গফের সাথে খেলবেন।