অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন দুবারের চ্যাম্পিয়ান ভিক্টোরিয়া আজারেঙ্কা
এবার অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন দুবারের চ্যাম্পিয়ান ভিক্টোরিয়া আজারেঙ্কা। ইউক্রেনের খেলোয়াড় দিয়ানা ইয়াস্ত্রেমস্কার কাছে হেরে গেলেন তিনি। ইউক্রেনের খেলোয়াড়ের কাছে হেরে চতুর্থ রাউন্ড থেকেই ছিটকে গেলেন আজারেঙ্কা। এর ফলে শেষ আটে ওঠা হল না দুই বারের চ্যাম্পিয়ানের।
রড লেভার অ্যারেনায় বেলারুশের খেলোয়াড় আজারেঙ্কার বিরুদ্ধে খেলতে নামেন ইউক্রেনের খেলোয়াড় দিয়ানা ইয়াস্ত্রেমস্কা। প্রথম সেটে দুজনের মধ্যে সমানে সমানে লড়াই হয়। দুজনের মধ্যে সমানে সমানে লড়াই চলার পর প্রথম সেটটি জিতে যান দিয়ানা। এরপরের সেট অবশ্য দিয়ানার সামনে দাঁড়াতে পারেননি আজারেঙ্কা। শেষ পর্যন্ত ৭-৬, ৬-৪ সেটে জিতে যান ইউক্রেনের খেলোয়াড়। এই প্রথম কোয়ার্টার ফাইনালে খেলবেন ইউক্রেনের কোনও খেলোয়াড়। ইউক্রেনের খেলোয়াড় দিয়ানা খেলবেন চেক প্রজাতন্ত্রের খেলোয়াড় লিন্ডা নোজকোভার বিরুদ্ধে।
এর আগে ২০১২ ও ২০১৩ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন আজারেঙ্কা। কিন্তু এবারে আর কোয়ার্টার ফাইনালেই ওঠা হল না আজারেঙ্কার। চতুর্থ রাউন্ডে হেরে বিদায় নিতে হল তাঁকে।
অন্যদিকে দুবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ানকে হারিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত দিয়ানা ইয়াস্ত্রেমস্কার। জয়ের পর দিয়ানা জানান, ‘আমার মনে হচ্ছে, আনন্দে আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। আমি সব সময় মনে করতাম যে আমি হয়ত পিছনে আছি। কিন্তু আমার লড়াকু মনোভাব আমাকে জিততে সাহায্য করেছে।