সামাজিক মাধ্যমে ভাইরাল শোয়েব মালিকের নতুন বিয়ের ছবি
ফর্চুন বরিশালের হয়ে বিপিএল খেলতে শোয়েব মালিক এখন ঢাকায়। রংপুর রাইডার্সের বিপক্ষে বরিশালের একাদশেও আছেন পাকিস্তানি এই অলরাউন্ডার। বোলিংও করেছেন এই ক্রিকেটার। এরই মধ্যে আজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে শোয়েব মালিকের নতুন বিয়ের ছবি।
নিজেই বিয়ের ছবি সামাজিক মাধ্যমে দিয়েছেন মালিক। পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন মালিক, এমন খবর জানিয়েছে পাকিস্তান ও ভারতীয় গণমাধ্যম।
গত কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিল, সানিয়া মির্জা ও শোয়েব মালিকের সম্পর্কে ফাটল ধরেছে। বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন দুইজনই। আনুষ্ঠানিকভাবে কেউ কিছু না জানালেও মালিকের শেয়ার করা বিয়ের নতুন ছবি বলে দিচ্ছে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ৪১ বছর বয়সী এই ক্রিকেটার। ছবির সঙ্গে ক্যাপশনে মালিক লিখেছেন,‘আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।’
২০১০ সালে ভারতীয় টেনিস তারকা সানি মির্জার সঙ্গে বিয়ের পিড়িতে বসেন মালিক। বিয়ের এক দশ ধরে সম্পর্ক ভালো চলছেও গেল কয়েকবছরে সম্পর্কে ফাটল ধরে। একাধিকবার বিচ্ছেদের খবর আসে। মালিকের নতুন বিয়ের খবরে সানিয়া-মালিকের সম্পর্ক যে আর নেই তা বোঝাই যাচ্ছে।