অস্ট্রেলিয়ান ওপেন: ১৬ বছর বয়সী আন্দ্রেভার চমক
তিনবারের গ্র্যান্ড স্ল্যাম ফাইনালিস্টকে হারিয়ে চমক দেখালেন রাশিয়ার টিনএজার। মেলবোর্নে বুধবার র্যাঙ্কিংয়ে ৪৭তম স্থানে আন্দ্রেভার সামনে কোনো পাত্তাই পাননি ৬ নম্বরের জাবের। গত দুইবারের উইম্বল্ডন ফাইনালিস্ট ২৯ বছর বয়সী এই তারকা ৫৪ মিনিটেই ৬-০, ৬-২ গেমে হেরে যান।
গত বছরের ফরাসি ওপেন দিয়ে গ্র্যান্ড স্ল্যামে অভিষেক হয় আন্দ্রেভার। জাবেরকে নিজের ‘আদর্শ’ মানেন তিনি। এমন জয়ের পর দারুণ উচ্ছ্বসিত এই কিশোরী।
“তার (জাবের) বিপক্ষে খেলাটা আমার স্বপ্ন ছিল, কারণ তিনি যেভাবে খেলেন, আমার সত্যিই ভালো লাগে। এই ম্যাচ জয়ের অর্থ অনেক।”
চেক রিপাবলিকের লিন্দাকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন মেলবোর্নে নারী এককে গতবারের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা।
অস্ট্রেলিয়ান ওপেনে আজ আন্দ্রিভার জয়টিই একমাত্র ‘রাশিয়ান-চমক’ নয়। ২০১৮ সালের চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকি হেরে যান রাশিয়ার ২০ বছর বয়সী মারিয়া তিমোফেভার কাছে। প্রথম সেটে ৬-১ গেমে হারলেও বাছাইপর্ব পেরিয়ে আসা তিমোফেভা ফিরে আসেন দারুণভাবে, পরের দুটি সেট জেতেন ৬-৪, ৬-১ গেমে।
ম্যাচের পর তিমোফেভা বলেন, ‘এখানে আজ ক্যারোলিনের বিপক্ষে খেলাটা সম্মানের ছিল। কতটা খুশি বোঝাতে পারব না, এর চেয়ে বেশি আর কিইবা চাইতে পারতাম।’
পরের রাউন্ডে তিমোফেভার প্রতিপক্ষ দশম বাছাই ব্রাজিলের বিয়াত্রিজ হাদ্দাদ মাইয়া।