খেলার মাঠে সবার আগে
Nsports-logo

মঙ্গলবার, ৩রা ডিসেম্বর ২০২৪

কে হবেন পরবর্তী বিসিবি সভাপতি , যা বললেন নাজমুল হাসান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এখন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত হওয়া নাজমুল হাসান নতুন দায়িত্ব পাওয়ার পর জানিয়েছেন, তিনি যত দ্রুত সম্ভব বিসিবির দায়িত্ব ছেড়ে দিতে চান। নতুন সভাপতি কে হতে পারেন, এ নিয়েও আলোচনা চলছে। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কথাও আসছে সেই আলোচনায়। এখনই মাশরাফির কেন বোর্ড সভাপতি হওয়া সম্ভব নয়, সেটিও বুঝিয়ে বলেছেন নাজমুল।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী নির্বাচন পর্যন্ত নাজমুল হাসানেরই বিসিবি সভাপতি পদে থাকার কথা। বিসিবির পরবর্তী নির্বাচন ২০২৫ সালের অক্টোবরে। তবে নাজমুল হাসান সংবাদ মাধ্যমে জানিয়েছেন, একই সঙ্গে দুই দায়িত্ব পালনে আইসিসি বা দেশের আইনে কোন বাধা না থাকলেও চলতি বছরই যথাযথ প্রক্রিয়া মেনে দায়িত্ব থেকে সরে যেতে চান।

মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ বনানী কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত শেষে সংবাদমাধ্যমকে নাজমুল বলেছেন, ‘আইসিসির মেয়াদ শেষ হয়ে গেলে তখন ওদের সাথে কথা বলে বের হয়ে আসার সুযোগ আছে। তবে সে ক্ষেত্রে অবশ্যই এখন যারা বোর্ডের পরিচালক আছে, তাদের মধ্যে থেকে একজন হবে (বিসিবি সভাপতি)। বাইরে থেকে কারো আসার কোনো সুযোগ নেই।

সুযোগ থাকা সত্ত্বেও বিসিবি সভাপতির পদে থাকতে না চাওয়ার কারণ হিসেবে নাজমুল জানিয়েছেন, ‘আইনে কোনো সমস্যা নেই, এটাই হচ্ছে বড় কথা। তবে একসাথে যদি দুটোতে থাকি, তাহলে স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে, ক্রিকেটের প্রতি আমার দৃষ্টিটা একটু বেশি। এটা সকলের ধারণা, অস্বাভাবিক কিছু না।’

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy