নেইমারকে ছাড়াই ব্রাজিলের এগিয়ে যাওয়া শিখতে হবে : দরিভাল
২০১০ সালে সান্তোসের দায়িত্বে থাকার সময়ে নেইমারকে শুরুর একাদশ থেকে বাদ দেওয়ার পর চাকরি হারিয়েছিলেন দরিভাল। ভারপ্রাপ্ত কোচ ফের্নান্দো জিনিসকে বিদায় করে দেওয়ার পর সেই দরিভালকেই ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।
মাঠে কঠিন সময় পার করছে পাঁচবারের বিশ্বকাপজয়ীরা। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে ব্রাজিল। তিন ম্যাচে তারা হেরেছে, জিতেছে মাত্র দুটি। দরিভালের প্রথম চ্যালেঞ্জ হবে আগামী জুনের কোপা আমেরিকা।
৬১ বছর বয়সী দরিভালকে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় বৃহস্পতিবার। এরপর সংবাদমাধ্যমের সামনে কথা বলেন তিনি। স্বাভাবিকভাবে চলে আসে নেইমারের প্রসঙ্গ।
“নেইমারকে ছাড়াই ব্রাজিলের এগিয়ে যাওয়া শিখতে হবে, বুঝতে হবে সে চোটে আছে। তবে এটাও ঠিক, বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন আমাদের দলে এবং আমাদের সেই সুযোগটা নিতে হবে।”
গেল অক্টোবরে আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় লিগামেন্টের ইনজুরিতে পড়েন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। আল হিলালের এই ফরোয়ার্ডের ইতোমধ্যে অস্ত্রোপচার হয়েছে। আশা করা হচ্ছে আগস্টের মধ্যে পুরোপুরি সেরে উঠবেন তিনি। সেক্ষেত্রে কোপা আমেরিকার মতো বড় টুর্নামেন্টে তাকে পাবে না সেলেসাওরা।
দোরিভাল বলেন, ‘নিঃসন্দেহে নেইমার আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে ততোক্ষণ পর্যন্ত যতোক্ষণ সে সুস্থ, পুরোপুটি ফিট এবং খেলায় পূর্ণ মনোযোগী।’
ব্রাজিলের কোচ হিসেবে মার্চে প্রথমবার ডাগ আউটে দাঁড়াবেন দোরিভাল। এ সময় ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে তার শিষ্যরা