আইসিসির ২০২৪ সালের এক পঞ্জিকা বর্ষে রেকর্ড ১৪ টি টেস্ট ম্যাচ বাংলাদেশের
এই বছরে নিজেদের ইতিহাসের সবচেয়ে বেশি টেস্ট খেলার সুযোগ পাবে লাল সবুজের প্রতিনিধিরা।
আইসিসির প্রকাশিত সূচিতে ২০২৪ সালে সাত দলের বিপক্ষে ১৪টি টেস্ট ম্যাচ আছে বাংলাদেশের। এর আগে কোন বছরই এত বেশি টেস্ট খেলা হয়নি বাংলাদেশের। ২০২২ সালে খেলেছিল ১০ টেস্ট। এর বাইরে এক পঞ্জিকা বর্ষে দুই অঙ্কের ঘরে টেস্ট খেলা হয়নি সাকিব আল হাসানদের।
আগামী মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের নতুন বছরের আন্তর্জাতিক ক্রিকেট। ওই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিও খেলবে। ঘরের মাঠে সিরিজ আছে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ঘরের বাইরে গিয়ে খেলবে আফগানিস্তান, পাকিস্তান, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশের চেয়ে বেশি টেস্ট খেলবে কেবল ইংল্যান্ড ও ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও নতুন বছরে ১৭টি টি-টোয়েন্টির সূচি আছে বাংলাদেশের। বাংলাদেশ সর্বোচ্চ টি-টোয়েন্টি খেলেছিল ২০২২ সালে, ২৭টি। তবে নতুন বছরে বাংলাদেশের ওয়ানডের সংখ্যা খুবই কম। ২০২৩ সালে যেখানে ৩২টি ওয়ানডে খেলেছিল, ২০২৪ সালে সেখানে আছে স্রেফ ৯ ম্যাচ।