শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত তুলে নিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী
শ্রীলংকার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্ডো দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত তুলে নিয়েছেন। গতকাল মঙ্গলবার এই বিষয়ে জানিয়েছেন তিনি। আইসিসি যাতে দেশটির ক্রিকেট বোর্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়, তাঁর সিদ্ধান্ত সেটিরই একটি প্রচেষ্টা।
la milanesa borse nuova collezione
and camicie catalogo
harmont & blaine outlet donna
geox outlet donna
and camicie catalogo
borse la milanesa inverno 2023
benetton uomo saldi
borse marella outlet
geox saldi 80
outlet mandarina duck online
geox.it saldi
zaini gabs outlet
collane marella
benetton saldi online
marella monochrome
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে শ্রীলংকার ব্যর্থতায় সরকারের হস্তক্ষেপের অভিযোগে শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) নিষেধাজ্ঞা দেয় আইসিসি। হারিন ফার্নান্ডোর সিদ্ধান্তের পর এখন এ নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যদিও এখন পর্যন্ত আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্ডো লিখেছেন, ‘আমাদের ওপর দেওয়া আইসিসির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার লক্ষ্যে আমি আজ শ্রীলঙ্কা ক্রিকেটে অন্তর্বর্তীকালীন কমিটি নিয়োগের সিদ্ধান্ত তুলে নিতে একটি গেজেটে স্বাক্ষর করেছি।’ ফার্নান্ডো আরো বলেছেন, গত বছর অস্ট্রেলিয়ায় হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ওঠা দুর্নীতির অভিযোগের ওপর করা একটি অডিট প্রতিবেদনে আইসিসির ‘পর্যালোচনাও’ জানতে চেয়েছেন।
গত নভেম্বরে দুর্নীতির অভিযোগ তুলে পুরো ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করেছিলেন তখনকার ক্রীড়ামন্ত্রী রানাসিংহে। যদিও সে অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে এসএলসি, এ নিয়ে আদালতেও লড়ছে তারা। তবে এর মধ্যে শ্রীলঙ্কার বোর্ডকে নিষিদ্ধ করে আইসিসি। এমনিতে ঋণগ্রস্ত দেশটিতে সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা ক্রিকেট বোর্ডই। এসব বিতর্কের মধ্যেই বরখাস্ত করা হয় রানাসিংহেকে।