খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ৩রা জুলাই ২০২৫

বিশ্বকাপ ট্রফিতে পা রাখা ছবি নিয়ে মুখ খুললেন মার্শ

১৩তম বিশ্বকাপের শেষে আলোচনা-সমালোচনার জন্ম দেন চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়ার তারকা মিচেল মার্শ। ভারতকে হারিয়ে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের আনন্দে এই অজি তারকা অলরাউন্ডার বিশ্বকাপ ট্রফির ওপর পা তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করলে তা নিয়ে শুরু হয় সমালোচনা। ট্রফির ওপর পা তুলে ছবি তোলায় ভারতীয়দের নিন্দার মুখে পড়েন মার্শ, সইতে হয় নিন্দার ঝড়।

সমর্থক থেকে শুরু করে ক্রিকেট তারকারাও তার সমালোচনা করেন। ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামি বলেছিলেন, ‘আমি অত্যন্ত হতাশ। যে ট্রফি জেতার জন্য সবাই লড়াই করছে, যে ট্রফির জন্য স্বপ্ন দেখে সবাই; সেই ট্রফির ওপর পা দিয়ে থাকা কখনোই সমর্থনযোগ্য নয়।’ অন্যদিকে ভারতীয় ক্রিকেট সমর্থকরাও মার্শের সমালোচনা করে বলেন, এত সাধনার ট্রফি জয়ের পর সেটির ওপর পা তুলে অসম্মান করেছেন মিচেল মার্শ।

অবশেষে এই আলোচিত বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ান একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মার্শ জানিয়েছেন, খুব বেশি চিন্তা ভাবনা করে এমনটি করেননি তিনি। মার্শ বলেন, ‘স্পষ্টতই সেই ছবিতে কোনো অসম্মান বোঝানো হয়নি। আমি এটি করতে খুব বেশি চিন্তা করিনি, আমি সামাজিক মাধ্যমে অনেক কিছু দেখি না। যদিও সবাই আমাকে বলেছে যে, এটি ছড়িয়ে গেছে। তাতে অসম্মানের কিছু নেই।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy