কিউইদের ১৫০ রানে হারিয়ে বাংলাদেশের স্মরণীয় টেস্ট জয়
তাইজুল ইসলামের স্পিন জাদুতে বিশ্বকাপ ব্যর্থতার পর ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ এক জয় পেয়েছে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে তার ১০ উইকেট প্রাপ্তির কারণেই এই জয় পেয়েছে বাংলাদেশ। দুই দলের মধ্যকার অনুষ্ঠিত ১৮ টি টেস্ট ম্যাচের মধ্যে টাইগারদের দ্বিতীয় জয় এটি। ২ বছর আগে নিউজিল্যান্ডের মাটিতে মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম জয় পায় টাইগাররা, তিনটি ড্র করেছে টাইগার বাহিনী।
বিশ্বকাপে নিজেদের ভরাডুবির পর ঘরের মাটিতে দুই টেস্টের সিরিজ খেলতে কিউইদের আমন্ত্রণ জানায় টাইগাররা। মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। প্রথম ইনিংসে বাংলাদেশ মাহমুদুল হাসান জয়ের ৮৬ রানে ভর করে ৩১০ রান সংগ্রহ করে। তাকে মোটামুটি ভালোই সঙ্গ দিয়েছিলেন টাইগার অধিনায়ক এবং মোমিনুল হক। জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে কেন উইলিয়ামসনের ১০৪ রানে ভর করে ৩১৭ রান করতে সক্ষম হয়। গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল যথাক্রমে ৪২ ও ৪১ রান করে।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্তর ১০৫ রানে ভর করে ৩৩৮ রান সংগ্রহ করে টাইগাররা। মুশফিকুর রহিমের করা ৬৭ রান এবং মোমিনুল হকের অপরাজিত অর্ধশতকও এই স্কোর গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে করে নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৩১ রানের। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড মাত্র ১৮১ রানই সংগ্রহ করতে সক্ষম হয়। যারফলে ১৫০ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও স্পিনাররা তুলে নিয়েছে ৯টি উইকেট। প্রথম ইনিংসে ৪ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম।