সরকারি হস্তক্ষেপের কারণে লঙ্কান ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করল আইসিসি
১৯৮১ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ পাওয়া শ্রীলংকার সদস্যপদ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপ চলমান আসরের ব্যর্থতায় দায়িত্বে থাকা ক্রিকেট বোর্ডের সবাইকে বরখাস্ত করেছিলেন শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী। অর্জুনা রানাতুঙ্গাকে দেওয়া হয়েছিল অন্তর্বর্তী চেয়ারম্যানের দায়িত্ব। সরকারি এমন হস্তক্ষেপের কারণ হিসেবে আইসিসির সাময়িক নিষেধাজ্ঞা পেল দেশটির ক্রিকেট। শুক্রবার আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইসিসি বোর্ড আজকের সভায় বসে সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে, স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল। সময়মতো এই স্থগিতাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড।’
ভারতের আহমেদাবাদে ১৮ থেকে ২১ নভেম্বর আইসিসির ত্রৈমাসিক সভা হওয়ার কথা থাকলেও, এসএলসির পরিস্থিতি নিয়ে আইসিসি বোর্ড শুক্রবার অনলাইনে বিশেষ সভা করে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, এসএলসির পরিচালনা থেকে আর্থিক-সমস্ত ক্ষেত্রে, এমনকি জাতীয় দল সংক্রান্ত বিষয়গুলোতে শ্রীলঙ্কা সরকারের হস্তক্ষেপ নিয়ে উদ্বিগ্ন ছিল আইসিসি বোর্ড। আইসিসি তাদের সিদ্ধান্তের বিষয়ে এসএলসিকে জানিয়েছে এবং এটাও জানিয়ে দিয়েছে যে, ২১ নভেম্বর আইসিসি বোর্ডের সভায় পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।