খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪

অপ্রতিরোধ্য ভারতের কাছে ১০০ রানে হারলো গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা

২০১৯ সালে নিজেদের মাঠে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও এবারের আসরের শুরু থেকেই পরাজয়ের বৃত্তে আটকে আছে ব্রিটিশরা। বাংলাদেশকে হারালেও আফগানিস্তানের মতো উঠতি দলের বিপক্ষে হেরে যায় ইংরেজরা, আর কোন জয়ের দেখা পায়নি এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে।

রোববার ভারতের লখনৌতে বিশ্বকাপের ২৯তম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪০ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পরে ভারত। ইংলিশ তারকা পেসার ক্রিস ওকসের গতির শিকার হয়ে ফেরেন ওপেনার শুভমান গিল ও শ্রেয়াস আইয়ার, সবাইকে অবাক করে দিয়ে দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলিকে শূন্য রানে সাজঘরে ফেরান পেসার ডেভিড উইলি। বেশ চাপে পরে যায় ভারত।

৪০ রানে দলের বড় ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন অধিনায়ক রোহিত শর্মা ও লোকেশ রাহুল। চতুর্থ উইকেট জুটিতে তারা ১১১ বলে ৯১ রান করেন। ৩০.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ছিল ১৩১ রান। এরপর লোকেশ রাহুল ৫৮ বলে ৩৯ রান করে সাজঘরে ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় ভারত। মাত্র ৫২ রানের ব্যবধানে ভারত হারায় ৪টি মূল্যবান উইকেট। ১০১ বলে ১০টি চার আর তিনটি ছয়ে দলীয় সর্বোচ্চ ৮৭ রান করে সাজঘরে ফেরেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, ৮ ও ১ রান করে সাজঘরের পথে হাঁটেন অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা ও পেসার মোহাম্মদ শামি। দলের এমন ব্যাটিং বিপর্যয়ে শেষ দিকে দায়িত্বশীল ইনিংস খেলেন সুরইয়া কুমার যাদব। তিনি দলীয় ২০৮ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৪৭ বলে করেন ৪৯ রান। ইনিংসের শেষের বলে দলীয় ২২৯ রানে নবম ব্যাটসম্যান হিসেবে রান আউট হন পেসার জাসপ্রিত বুমরাহ। ইংলিশদের পক্ষে ডেভিড উইলি সর্বোচ্চ ৩টি, ক্রিস ওকস এবং আদিল রশিদ ২টি করে উইকেট নেন।

ভারতের দেয়া ২৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৩০ রান করে ইংল্যান্ডের দুই ওপেনার জনি বেয়ারস্টো এবং ডেভিড মালান। এরপর শূন্য রানের ব্যবধানে দুই উইকেট হারায় ইংলিশরা। ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৯.১ ওভারে দলীয় ৩৯ রানে ইংল্যান্ড হারায় ৪ উইকেট। পরপর দুই বলে ২ উইকেট শিকার করেন ভারতীয় তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। এরপর ইংল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানেন আরেক তারকা পেসার মোহাম্মদ শামি। বুমরাহ-শামির গতির মুখে পড়ে মাত্র ৩৯ রানে ইংল্যান্ড হারায় ৪ উইকেট। এরপর ইংল্যান্ড শিবিরে আঘাত হানেন স্পিনার কুলদীপ যাদব, তার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ইংল্যান্ড অধিনায়ক। অলরাউন্ডার মইন আলিকে ক্যাচ তুলতে বাধ্য করেন পেসার মোহাম্মদ শামি। ক্রিস ওকসকে সাজঘরে ফেরান রবিন্দ্র জাদেজা, লিয়াম লিভিংস্টোন আউট হন কুলদীপ যাদবের বলে। নবম ব্যাটসম্যান হিসেবে আদিল রশিদকে বোল্ড করে সাজঘরে ফেরান মোহাম্মদ শামি।

গতিবোলার মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ আর স্পিনার কুলদীপ যাদব ও রবিন্দ্র জাদেজার বোলিংয়ে বিভ্রান্ত হয়ে ৩৪.৫ ওভারে ১২৯ রানে অলআউট হয় ইংল্যান্ড। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন লিয়াম লিভিংস্টোন, ১৬ রান করেন ডেভিড মালান ও ডেভিড উইলি। ভারতের হয়ে মোহাম্মদ শামি সর্বোচ্চ ৪ উইকেট নেন, তিন উইকেট নেন জাসপ্রিত বুমরাহ, ২ উইকেট নেন কুলদীপ যাদব আর এক উইকেট নেন রবিন্দ্র জাদেজা।

স্কোর

https://www.espncricinfo.com/series/icc-cricket-world-cup-2023-24-1367856/india-vs-england-29th-match-1384420/live-cricket-score

 

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy