ক্রিকেট বিশ্বজয়ীদের বেহাল অবস্থা
বিশ্বকাপে গতবারের চ্যাম্পিয়ন হিসেবে খেলতে এসে নাজেহাল অবস্থা ইংল্যান্ড ক্রিকেট দলের। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শ্রীলংকার বিপক্ষে ৩৩.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান এসেছে স্টোকসের ব্যাট থেকে।
দুই ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান দেখে-শুনে শুরুটা করেছিলেন। কিন্তু দিলশান মাদুশঙ্কার করা ইনিংসের প্রথম বলে এলবিডাব্লিও হতে পারতেন জনি বেয়ারস্টো, রিভিউ না নেওয়াতে সে সুযোগ হারায় শ্রীলঙ্কা। শুরু থেকেই স্বভাবসুলভ আগ্রাসী ভঙ্গিতে ব্যাট চালাচ্ছিলেন বেয়ারস্টো এবং মালান। উদ্বোধনী জুটি থেকে রান আসে ৪৫। ২৫ বলে ২৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান মালান। তার সাথে সাজঘরের পথ ধরেন দলীয় ৫৭ রানে রুট, ৬৮ রানে বেয়ারস্টো, ৭৭ রানে বাটলার এবং ৮৫ রানে লিভিংস্টোন। ইংলিশদের সংগ্রহ তখন ৫ উইকেটে ৮৫ রান। লিভিংস্টোন সাজঘরে ফেরার সাথেই ম্যাচ শ্রীলংকার হাতে চলে যায়।
ইংলিশদের ইনিংস শেষ হয় ৩৩.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে। লংকান শিবিরের লাহিরু কুমারা ৩টি, ম্যাথিউস ও রাজিথা ২টি করে উইকেট নিয়ে ইংলিশদের ব্যাটিং ইনিংসের ধস নামায়।
স্কোর