মাহমুদউল্লাহর সেঞ্চুরিতেও শেষ রক্ষা হলো না বাংলাদেশের
সাউথ আফ্রিকার দেয়া ৩৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের পরাজয়টা হতে পারত আরও অনেক আগে। হয়নি শুধুমাত্র মাহমুদউল্লাহ রিয়াদের কল্যাণে, তার ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের ২২৫তম ম্যাচে করা চতুর্থ সেঞ্চুরিই বাংলাদেশকে লজ্জাজনক হারের থেকে বাঁচিয়ে এনেছে।
এত বড় টার্গেট তাড়া করতে নেমে ৮১ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে গিয়ে যখন বাংলাদেশ দল পরাজয়ের প্রহর গুনছে, ঠিক তখনই জ্বলে ওঠেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে একাই লড়াই করে যান এই ডানহাতি ফিনিশার।
দলের চরম ব্যাটিং বিপর্যয়ে কঠিন চাপের মধ্যে ব্যাটিং করে নান্দনিক এই ইনিংসে ১০৪ বলে নিজের শতক পূর্ণ করেন রিয়াদ। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তৃতীয় সেঞ্চুরি হাঁকান তিনি। দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন সাকিব আল হাসান।
মাহমুদউল্লাহর নান্দনিক ব্যাটিংয়ের পরও ৪৬.৪ ওভারে ২৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে রিয়াদ একাই করেন ১১১ বলে ১১টি চার আর ৪টি ছয়ে ১১১ রান। এছাড়া ৪৪ বলে ২২ রান করেন ওপেনার লিটন দাস। ১৯ বলে ১৯ রান করেন স্পিনার নাসুম আহমেদ।
স্কোর