বাফুফেতে কোনো দুর্নীতি হয়নি, দাবি সালাম মুর্শেদীর
আর্থিক কেলেঙ্কারি ও অনিয়মের দায়ে ফিফা নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে। যে কারণে দেশের ফুটবলে টালমাটাল অবস্থা এখন। তবে বাফুফের সিনিয়র সহসভাপতি ও ফাইন্যান্স কমিটির প্রধান সালাম মুর্শেদীর দাবি, বাফুফেতে কোনো দুর্নীতি হয়নি।
সোমবার (১৭ এপ্রিল) বাফুফের নির্বাহী কমিটির জরুরি সভা শেষে সংবাদমাধ্যমে কথা বলেন সালাম মুর্শেদী। এ সময় এক প্রশ্নের প্রেক্ষিতে সাবেক এই ফুটবলার বলেন, ‘কোনো দুর্নীতি হয়নি। আপনার এই শব্দ প্রত্যাহার করুন। ফিফা কোনো দুর্নীতির কথা বলেনি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও। তিনি এ সময় বলেছেন, দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়া সোহাগকে আর কখনো ফেরানো হবে না বাফুফেতে।
আর সালাম মুর্শেদী সোহাগের কেলেঙ্কারির দায় নিতে অস্বীকৃতি জানিয়েছেন। সব দায় তিনি চাপিয়েছেন সোহাগের ওপরই, ‘আমরা কোনো দায় নিব না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফাইন্যান্স কমিটির এটা কোনো দায় না। আমরা বলব, সে প্রোপার প্রক্রিয়াটা অনুসরণ করেনি, কমপ্লায়েন্সটা অনুসরণ করেনি।’
দুর্নীতির বিষয়ে বাফুফেকে নিজেদের মতো করে তদন্ত করার নির্দেশনা দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সালাউদ্দিন জানিয়েছেন, ১০ সদস্যের তদন্ত কমিটি করার সিদ্ধান্ত হয়েছে সভায়।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে কাজী সালাউদ্দিনের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানো উচিত কি না, এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের। সালাম মুর্শেদী হেসে উত্তর দেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশের একমাত্র ফেডারেশন, যেটা বহির্বিশ্বের তত্ত্বাবধানে নির্বাচিত হয়। এখান থেকে কারও চলে যাওয়া বা ব্যান করার সুযোগ নেই।’ পরে অবশ্য বলেছেন, ‘নিজে যদি আপনি না চলে যান।’