যুক্তরাষ্ট্রকে হারিয়ে হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আগের দুই ম্যাচে জয় পেয়ে সুপার সিক্স নিশ্চিত করেছিল জুনিয়র জাহানারা-নিগাররা। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাইডেনের দেশটিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেল তাঁরা। যুক্তরাষ্ট্রের দেওয়া ১০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বেনোনিতে গ্রুপ ‘এ’র ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমেছিল যুক্তরাষ্ট্র। তারা উইকেট ধরে খেললেও রান বড় করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলতে পারে ১০৪ রান।
দলটির হয়ে ওপেনার দিশা ডিংগ্রা ২০ রানের ইনিংস খেলেন। তিনে নামা স্নিগ্ধা পাউল সর্বোচ্চ ২৬ রান করেন। এছাড়া ইশানি ১৭ এবং গিতিকা ১৬ রান যোগ করেন। বাংলাদেশের হয়ে দিশা বিশ্বাস ৪ ওভারে ১৩ রান দিয়ে নেন ২ উইকেট।
জবাব দিতে নেমে ১৭.৩ ওভারে জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। আফিফা প্রত্যাশা (৭), সুমাইয়া আক্তাররা (১০) এই ম্যাচে বড় সংগ্রহ পাননি। দিলারা আক্তার তিনে নেমে ১৭ করে ফিরে যান। স্বর্ণা আক্তার ২২ রানে আউট হন। এরপর রেবেকা খান ১৮ রান ও মিষ্টি শাহা ১৪ রান করে দলকে হ্যাট্রিক জয় উপহার দেন।