ঢাকায় আসতে যেসব শর্ত জুড়ে দিল আর্জেন্টিনা
কাতার বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ-আর্জেন্টিনা সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। সেই সম্পর্ক এবার আরো উন্নতি হতে চলেছে। বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকে আলোচনা চলছিল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে ঢাকায় আনার। এবার সেই উদ্যোগ সফল হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে জুনে ঢাকায় আসবে লিওনেল স্কালোনির শিষ্যরা।
লিওনেল মেসিকেসহ ঢাকায় আর্জেন্টিনা দলকে নিয়ে আসার প্রস্তুতি প্রায় চূড়ান্ত বলে মঙ্গলবার (১৭ জানুয়ারি) গণমাধ্যমকে জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে বিশ্ব চ্যাম্পিয়নদের পক্ষ থেকে জুড়ে দিয়েছে একাধিক শর্ত।
বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। হাতে এখনও অনেক সময় আছে। যদি আলোচনা ইতিবাচকভাবে চালিয়ে যাওয়া যায় এবং টার্মস এন্ড কন্ডিশন পূরণে কোন অসুবিধা না হয় তাহলে জুনে মেসিদের ঢাকায় দেখা যেতে পারে।
এর আগেই একাধিক সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হয়েছে যে, মেসিদের ঢাকায় এনে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে সব মিলিয়ে শতকোটি টাকা খরচ হয়ে যেতে পারে। মেসিদের প্রতিপক্ষ কারা হবে, সম্মানি পাওয়ার সম্ভাবনা কেমন, নিরাপত্তা কেমন হবে, ফুটবল অবকাঠামো অর্থাৎ মাঠ, গ্যালারি সবকিছু ঠিকঠাক থাকবে কিনা এসব বিষয়ে আর্জেন্টিনার ফুটবলার অ্যাসোসিয়েশন আশ্বস্ত হলেই তারা ঢাকায় দল পাঠাবে।
প্রসঙ্গত, এর আগে ২০১১ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশে এসেছিলেন মেসিরা। সেবার নাইজেরিয়ার বিরুদ্ধে খেলেছিল আর্জেন্টিনা দল।