টাইগারদের হেড কোচের দৌড়ে হাথুরুসিংহে, আছেন আরও দুইজন
অবশেষে বাংলাদেশের ক্রিকেটে রাসেল ডমিঙ্গো অধ্যায় শেষ হয়েছে। ভারতের বিপক্ষে টাইগারদের টেস্ট সিরিজে ব্যর্থতার পরই হেড কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। ফলে সাকিব-তামিমদের গুরুদায়িত্ব সামলানোর চেয়ারটা আপাতত ফাঁকি।
সেই চেয়ারের দায়িত্ব দেওয়ার জন্যই নতুন কোচ খুঁজছে বিসিবি। যে তালিকায় রয়েছে টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের নাম। এছাড়াও রয়েছেন দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনার ও অস্ট্রেলিয়ান কিংবদন্তী ক্রিকেটার মাইক হাসিরও নাম।
বিসিবির এক নির্ভরযোগ্য এক সূত্রে জানা গেছে, বাংলাদেশ দলের হেড কোচ হওয়ার দৌড়ে সাবেক দুই ক্রিকেটার অস্ট্রেলিয়ান মাইক হাসি আর দক্ষিণ আফ্রিকান ল্যান্স ক্লুজনারের চেয়ে এগিয়ে রয়েছেন ৫৪ বছর বয়সী হাথুরুসিংহে। তবে এখনও পাকাপাকি নয় এই ব্যাপারে।
বিবেচনায় আছেন টাইগারদের বর্তমান টি-টোয়েন্টি কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম। যদিও তাঁকে পেতে চাইলে আইপিএলের সময় ছুটি দিতে হবে।
অন্যদিকে যদি আবার টাইগার ক্রিকেটে হাথুরুর প্রত্যাবর্তন না হয় সেক্ষেত্রে হয়তো মাইক হাসিকে টাইগারদের ডেরায় ভেড়ানোর প্রাণপন চেষ্টা করবে বিসিবি। এখন দেখা যাক কে হতে চলেছেন সাকিব-লিটনদের নতুন হেড কোচ।
উল্লেখ্য, ২০১৯ সালে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল রাসেল ডমিঙ্গোকে। পরে এই চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়।