ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে লিটন, পেছনে ফেলেছেন কোহলিকে
র্যাঙ্কিংয়ে বড় সুখবর পেলেন সময়ের অন্যতম সেরা ব্যাটার লিটন কুমার দাস। দুই ধাপ টপকে উঠে এসেছেন টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১২ নম্বরে। আর তাতে পেছনে ফেলেছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটিই কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ র্যাঙ্কিং।
ভারতের বিপক্ষে মিরপুর টেস্টের আগে ছিলেন ১৪ তম স্থানে। মিরপুরে ২৫ ও ৭৩ রানের ইনিংস দুটিতে লিটন উঠে গেছেন দেশের সবার ওপরে। সাপ্তাহিক ভিত্তিতে হালনাগাদ করা আইসিসি র্যাঙ্কিংয়ে তাতে দেখা যায় ৭০২ রেটিং পয়েন্ট নিয়ে ১৪ থেকে ১২ নম্বরে এসেছেন লিটন।
র্যাঙ্কিংয়ে এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ আর তাইজুল ইসলামও। এছাড়া লিটনের পাশাপাশি ৫ ধাপ এগিয়েছেন মুমিনুল হক। তবে সাকিব আল হাসান ৩ ধাপ পিছিয়ে ৪০।
সার্বিক র্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটসম্যান, বোলার ও অলরাউন্ডারদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ব্যাটিংয়ের সেরা তিনে আছেন মারনাস লাবুশেন, বাবর আজম ও স্টিভেন স্মিথ।
বোলারদের মধ্যে প্যাট কামিন্স, জিমি অ্যান্ডারসন এবং কাগিসো রাবাদা। আর অলরাউন্ডারদের মধ্যে রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন ও সাকিব আল হাসান।