বিশ্বকাপে ২৬ জনকেই মাঠে নামিয়ে ব্রাজিলের ইতিহাস
কাতার বিশ্বকাপের অন্যতম সেরা দল তিতের ব্রাজিল। দলের ২৬ সদস্যের স্কোয়াড থেকে প্রত্যেক পজিশনে দুইজন করে খেলার সক্ষমতা রাখে এই টিম। আর দলের এমন সেরা খেলোয়াড়দের সাইড বেঞ্চে বসিয়ে রাখবেন তিতে, তা কি করে হয়?
গ্রুপপর্বের শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বেঞ্চে থাকা স্কোয়াড পরীক্ষার কথা বলেছিলেন তিতে, এবং মাঠে তার প্রতিফলনও করে দেখিয়েছিলেন তিনি । শুধুমাত্র একজন প্লেয়ারকে মাঠে নামানো হয়নি, তিনি হলেন দলের থার্ড-চয়েজ গোলকিপার ওয়েভারটন। এবার সেটিও করে দেখালেন সেলেসাও কোচ।
সোমবার রাতে শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৮১তম মিনিটে আলিসনকে উঠিয়ে পালমেইরাস গোলরক্ষককে নামান তিনি। তাতে সেলেকাওরা প্রথম দল হিসেবে বিশ্বকাপ ইতিহাসে এক আসরে ২৬ জন ভিন্ন খেলোয়াড়কে ব্যবহারের রেকর্ড গড়েছে।
২৬ সদস্যের ব্রাজিল দলে যারা আছেন
গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন মোরেস, ওয়েভারটন।
ডিফেন্ডার: দানিলো, অ্যালেক্স সান্দ্রো, দানি আলভেজ, অ্যালেক্স তেয়াস, থিয়াগো সিলভা, এডার মিলিতাও, মার্কুইনহোস, ব্রেমার।
মিডফিল্ডার: কার্লোস ক্যাসেমিরো, ফ্যাবিনহো, ফ্রেড, ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েতা, এভারটন রিভেইরো।
ফরোয়ার্ড: নেইমার জুনিয়র, ভিনিসিউস জুনিয়র, রাফিনিয়া, আন্টনি, রদ্রিগো, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, পেদ্রো, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।