সৌদি ক্লাবের ২১০০,০০,০০,০০০ টাকার প্রস্তাবে হ্যাঁ বলতে যাচ্ছেন রোনালদো?
পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো একটি টিভি সাক্ষাৎকারের সময়; ম্যান ইউনাইটেড ক্লাব এবং কোচ এরিক টেন হাগকে নিয়ে অভিযোগের আঙুল তুলেন। এরপরই দু’পক্ষের মধ্যে সম্পর্ক ছেদ পড়ে। এবং তারপর ক্লাব এবং রোনালদোর মধ্যে অফিসিয়ালি সম্পর্ক ছিন্ন হয়।
ইউনাইটেড থেকে বিচ্ছিন্ন হওয়ার পর চলতি সপ্তাহে ইউরোপের কোন ক্লাব নয়; এশিয়ার সৌদি আরবের ক্লাব আল নাসর থেকে বড় অঙ্কের অফার পেয়েছেন সি আর সেভেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, দুই পক্ষের আলোচনা শেষ পর্যায়ে। বছরে ২০ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ১০০ কোটি টাকার কিছু বেশি) বেতনে আড়াই বছরের চুক্তির সমঝোতাও হয়ে গেছে। এবং তাতে নাকি সম্মতিও দিয়ে ফেলেছেন রোনালদো। ইউরোপের বড় কোনো ক্লাবেরও আগ্রহ না থাকায় আল-নাসরকে নিয়ে তিনি এই ইতিবাচক মত দেন।
সৌদির ফুটবল লিগে আল-নাসর সবচেয়ে সফল ক্লাব, জিতেছে ৯টি শিরোপা। প্রিন্স ফয়সাল বিন তুর্কির মালিকানাধীন ক্লাবটির বর্তমান কোচ রোমা ও মার্শেইয়ের সাবেক কোচ রুডি গার্সিয়া।