পোল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার
কাতার বিশ্বকাপ আসরের শেষ ষোলোতে ইতোমধ্যে পা রেখেছে ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স। এছাড়া সেনেগাল, ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসও পৌছে গেছে শেষ ষোলোর মহরণে। তবে আজ (বুধবার) রাতে শেষ ষোলোয় টিকে থাকতে মাঠে নামছে আর্জেন্টিনা।
এ ম্যাচ জিতলে সরাসরি দ্বিতীয় রাউন্ড, ড্র করলে চেয়ে থাকতে হবে অন্যের হার-জিত এর দিকে। যদি পোল্যান্ড বাঁধা পার হতে না পারে তাহলে আকাশী-নীলদের যাত্রা এইখানেই শেষ হয়ে যাবে।
এমন কঠিন এক সমীকরণকে সঙ্গে নিয়ে কাতার স্টেডিয়ামের ৯৭৪-এ ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হচ্ছে লাতিন পরাশক্তি আর্জেন্টিনা আর ইউরোপের পোল্যান্ড। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে এই মহারন।
মাঠে আদতে পোল্যান্ড-আর্জেন্টিনা মুখোমুখি হলেও আসল যুদ্ধটা হতে যাচ্ছে লিওনেল মেসির এবং পোলিশ তারকা লেভানডস্কির মধ্যে। এর আগে তিনবার মুখোমুখি হয়েছেন মেসি ও লেভানদোস্কি। সবগুলো ম্যাচই বার্সেলোনা ও বায়ার্নের হয়ে। লেভা জিতেছেন দুটি, মেসি একটিতে।
বিশ্বকাপে নিজেদের আগের তিন ম্যাচে জাল অক্ষত রাখতে সক্ষম হয়েছে পোল্যান্ড। এবার মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর সৌদি আরবকে তারা হারায় ২-০ গোলে। অন্যদিকে আর্জেন্টিনা প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর মেক্সিকোর কাছ থেকে জয় তুলে নেয়।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, আকুনা, এনজো ফার্নান্দেজ, অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।