মেসির চোখে বিশ্বকাপে ফেভারিট ব্রাজিল-ফ্রান্স
দুয়ারে করা নাড়ছে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২। যার উন্মাদনায় মেতেছে ভক্ত সমর্থক থেকে শুরু করে বর্তমান-সাবেক খেলোয়াড়রা পর্যন্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাতার বিশ্বকাপের ফেভারিটদের নাম বলেছেন লিওনেল মেসি।
কাতার বিশ্বকাপের ফেভারিটের তালিকায় ব্রাজিল ও ফ্রান্সকেই রাখলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। এলএম টেনের মতে শিরোপার দাবিদার হিসেবে সেলেওসাও ও ফরাসিরাই এগিয়ে আছে।
লাতিন আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবোলকে এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘ফেভারিট হিসেবে কাতার বিশ্বকাপ খেলবে ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড ও স্পেন।
তবে হট ফেভারিটের তালিকায় আছেন কারা? আর্জেন্টিনার অধিনায়ক পিএসজি সতীর্থ নেইমারের ব্রাজিল ও কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে বেছে নিয়েছেন। তার মতে এই দুই দেশ বিশ্বকাপ জিততে পারে। মেসি বলেন, ‘তবে আমার তালিকায় থাকবে ব্রাজিল ও ফ্রান্স, যারা বিশ্বকাপের বড় দাবিদার।’
মেসির আর্জেন্টিনাও আছে দুর্দান্ত ফর্মে। তবে তার নাম নিলেন না তিনি। আলবিসেলস্তেদের বিশ্বচ্যাম্পিয়ন হতে হলে এসব বড় দলগুলোকেই হারিয়ে চ্যাম্পিয়ন হতে হবে। তবে আর্জেন্টিনা দলে চোখ রাঙ্গানি দিয়ে রেখেছে ইনজুরি।