দুই বারের চ্যাম্পিয়ন উইন্ডিজকে হারিয়ে সুপার টুয়েলভে আয়ারল্যান্ড
ডু অর ডাই ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরে বিশ্বকাপের মূল পর্বে উঠতে পারলো না ওয়েস্ট ইন্ডিজ। আর তাই অনায়েসে সুপার টুয়েলভে জায়গা করে নিল পল স্টারলিংরা।
শুক্রবার (২১ অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভালে ১৪৭ রান তাড়া করতে নেমে আয়ারল্যান্ডের দুই ওপেনার পল স্টার্লিং ও অধিনায়ক বালবার্নি জয়ের ভিত গড়ে দেন। বালবার্নি ২৩ বলে ৩৭ রান করে বিদায় নিলেও আরেক ওপেনার স্টার্লিং ও লোরকান টকার শেষ পর্যন্ত ক্রিজে থেকে জয় নিশ্চিত করেন।
পল স্টার্লিং এর ব্যাট থেকে আসে ৪৮ বলে ৬৬ ও লোরকান টকারের ৩৪ বলে ৪১ রান। এই জয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা নিশ্চিত করল আইরিশরা।
এর আগে, টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আইরিশ বোলারদের চাপে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তাদের ধ্বংস স্তূপে দাঁড়িয়ে ব্রেন্ডন কিংই একপ্রান্ত আগলে রেখে দলকে সম্মানজনক স্কোর এনে দেন।
কিংয়ের ৪৮ বলে ৬২ ওপেনার জনসন চার্লসের ২৪ ও শেষদিকে ওডিন স্মিথের ১২ বলে ১৯ রানে নির্ধারত ২০ ওভারে ৫ উইকেটে হারিয়ে ১৪৬ রান তুলে ক্যারিবীয়রা। বোলিংয়ে আইরিশদের পক্ষে জেরার্ড ডেলানি ৩ উইকেট নেন।