বুধবার দেশে ফিরছে ‘চ্যাম্পিয়ন’ বাংলাদেশ
তিনবার সেমিফাইনাল ও একবার ফাইনাল হারের পর অবশেষে অধরা শিরোপার দেখা পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। গতকাল সোমবার স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ।
দক্ষিণ এশিয়ার সেরার ট্রফি নিয়ে কাঠমান্ডু থেকে আগামীকাল বুধবার (২১ সেপ্টেম্বর) এই নারী দল দেশে ফিরবে । নেপাল থেকে দুপুরে ১২টা ১৫ মিনিটের ফ্লাইটে দেশের উদ্দেশে যাত্রা শুরু করবেন সাবিনা-কৃষ্ণা-স্বপ্নারা। এক ঘণ্টার ফ্লাইট শেষে দুপুর ১টা ১৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে বাঘিনীদের।
সাবিনা খাতুনদের দক্ষিণ এশিয়ার এমন শ্রেষ্ঠত্বের পর আজ মঙ্গলবার বিকেলে নেপালের কাঠমান্ডুস্থ দূতাবাসে আমন্ত্রণ রয়েছে তাদের। সেখানে তাদের দেওয়া হবে সংবর্ধনা।
এরপর আগামিকাল দেশে এসে শিরোপা ধারীদের বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা এবং ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।