স্কটল্যান্ডকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডকে হারালো বাংলাদেশ নারী দল। ৬ উইকেটের সহজ জয়ে বাছাইপর্বের সেমিফাইনাল প্রায় নিশ্চিত নিগার সুলতানাদের। ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশের মেয়েরা।
সংযুক্ত আরব আমিরাতের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে সোহেলী আক্তারের বোলিং তোপে মাত্র ৭৭ রানেই গুটিয়ে যায় স্কটিশরা। জবাব দিতে নেমে ১৩ ওভারেই ৬ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাঘিনীরা।
ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্কটল্যান্ড। প্রথম আঘাত হানেন সানজিদা আক্তার। ফেরান ১২ রান করা এইলসা লিস্টারকে। এর পর সোহেলির ঘূর্ণিতে পরাস্ত হয়ে মাঠ ছাড়তে থাকেন একে পর এক ক্রিকেটার।
সারাহ ব্রিচ ২৩ বল মোকাবিলায় ১৪ রান করে সাজঘরে ফেরেন। লর্না ২৩ বল মেকাবিলায় ৩ চারের সাহায্যে দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরেই পা রাখতে পারেননি
৪ ওভারে ৭ রান দিয়ে ৪ উইকেট নেন অফ স্পিনার সোহেলি। ম্যাচের সেরা তিনিই।
সহজ লক্ষ্য তাড়ায় ওপেনার মুর্শিদা খাতুন বিদায় নেন ১৫ রান করে। রুমানা ফেরেন ১১ রান করে। অধিনায়ক নিগার সুলতানা খেলেন ৩৪ রানের ইনিংস। তার এই ইনিংসেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের। স্কটিশদের হয়ে ১৩ রান খরচায় ২ উইকেট শিকার করেন রাকেল স্লাটার।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারের লড়াইয়ে উঠবে বাংলাদেশ।