অবসরে যাচ্ছেন রজার ফেদেরার!
সাবেক বিশ্বের এক নম্বর টেনিস তারকা রজার ফেদেরার অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে চলতি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া লেভার কাপ শেষেই অবসরে যাওয়ার এই ঘোষণা দেন সুইস মহাতারকা।
বিবৃতিতে রজার বলেন “টেনিস আমাকে পুরো ক্যারিয়ারে শ্রেষ্ঠ যে জিনিসগুলো দিয়েছে তা হলো কিছু মানুষ যাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে টেনিসের মাধ্যমে। তারা হলো আমার বন্ধুরা, আমার প্রতিপক্ষের খেলোয়াড়গণ এবং ফ্যান যারা মূলত এই খেলাটাকে জীবনীশক্তি দান করেছে। আজকে আমি সবাইকে একটা সংবাদ দিতে চাচ্ছি।”
এরপর তিনি যুক্ত করেন “আমার বয়স ৪১ বছর। গত ২৪ বছরে আমি ১৫০০ এরও বেশি ম্যাচ খেলেছি। টেনিস আমাকে এমন কিছু দিয়েছে যা আমি কখনো কল্পনাও করিনাই৷ এখন আমাকে আমার ক্যারিয়ারের ইতি টানতে হবে। আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া লেভার কাপ আমার ক্যারিয়ারের সর্বশেষ এটিপি ইভেন্ট হতে চলেছে। ভবিষ্যতে আমি অবশ্যই টেনিস খেলবো কিন্তু আর কখনো গ্র্যান্ড স্ল্যাম কিংবা এটিপি ট্যুরে খেলবো না”
বিগত ২৪ বছর ধরে পুরো টেনিস বিশ্ব শাসন করেছেন রজার ফেদেরার। বছরের পর বছর রেকর্ড ভেঙেছেন, নিজের নাম লিখেছেন টেনিসের সকল রেকর্ড বুকে। অভিষেকের পর থেকে ১০৩টি এটিপি ট্রফির পাশাপাশি জিতেছেন ২০টা গ্র্যান্ড স্ল্যাম, যার জন্য ওয়ার্ল্ডওয়াইড বহু ফ্যান, ক্রিটিক, কিংবদন্তি তাকে টেনিস কোর্টে পা দেওয়া সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করেন।
২০১৮ সালে ৩৬ বছর বয়সে র্যাংকিং-এ এক নাম্বারে ওঠার মাধ্যমে টেনিস ইতিহাসে সবথেকে বয়স্ক খেলোয়াড় হিসেবে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হওয়ার রেকর্ড করেন রজার। ২২৩টি ডাবল ম্যাচের পাশাপাশি সুইস এই মহাতারকা তার বর্ণাঢ্য ক্যারিয়ারে খেলেছেন ১৫২৬টি সিঙ্গেল ম্যাচ। শুভকামনা রইলো রজার ফেদেরারের জন্য।