পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা, ডাক পেয়েছেন শান মাসুদ
অস্ট্রেলিয়ায় আগামী মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। দল থেকে বাদ পডেছেন ফখর জামান।
১৫ সদস্যের দলে ফিরেছেন বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি ও টপঅর্ডার ব্যাটার হায়দার আলী। প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁহাতি ওপেনার শান মাসুদ। ফখর জামানকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই।
পাকিস্তান দল:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, উসমান কাদির।
স্ট্যান্ড বাই:
ফখর জামান, মোহাম্মদ হারিস, শাহনেওয়াজ দাহানি।