টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা দলের কোচের দায়িত্ব ছাড়ছেন বাউচার
অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর; প্রোটিয়াদের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাউচার। সোমবার এক টুইটে বাউচারের দায়িত্ব ছাড়ার খবর নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে সিরিজ হারার পর বাউচারের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। জানা গেছে, আসন্ন এসএ টি-টোয়েন্টি লিগে কাজ করার জন্য বাউচার এমন সিদ্ধান্ত নিয়েছেন।
২০১৯ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার দুঃসময়ে দায়িত্ব কাঁধে নেওয়ার পর তার অধীনে ১০টি টেস্ট জিতেছে দক্ষিণ আফ্রিকা। বর্তমানে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে ২ নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা।
ওয়ানডেতে বাউচারের অধীনে ১২টি ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা এবং টি২০ ফরম্যাটে জয় পেয়েছে ২৩ ম্যাচে। সর্বশেষ জয়টি ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে। ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রোটিয়ারা খেলবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বিপক্ষে।