আজ সিরিজ বাঁচাতে পারবে তো বাংলাদেশ?
বাংলাদেশ দলে চলছে চোটের মিছিল। দুই নির্ভরযোগ্য ব্যাটার লিটন দাস ও নুরুল হাসান সোহানকে হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। তার উপর জিম্বাবুয়ের মত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেও যাচ্ছে তা পারফরম্যান্স।টাইগারদের অন্যতম শক্তির জায়গা, ওয়ানডে সিরিজেও হার দিয়ে শুরু।
টি-টোয়েন্টি সিরিজটি হাতছাড়া হয়েছে আগেই, এবার ওয়ানডে সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ রবিবার (৭ আগস্ট) স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে তামিম ইকবালের দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিট। ম্যাচটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসে।
প্রথম ওয়ানডেতে ৫০ ওভারে ৩০৩ রান করে হার দেখেছে র্যাংকিংয়ে ১৫ নম্বরে থাকা জিম্বাবুয়ের কাছে। হারের পেছনে বড় কারন ফিল্ডিংয়ের নিত্য নৈমত্তিক দুর্দশা। আর দুই সেঞ্চুরিয়ান ইনোসেন্ট কাইয়া ও সিকান্দার রাজার সহজ ক্যাচ ফেলে দেয়ার তো চরম মাশুল দিতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
বোলারদের হতাশাজনক পারফরম্যান্স ও অনেক গুণে দায়ী। তবে এসব ছাপিয়ে আজ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচাতে সমতায় ফিরতে হবে টাইগারদের।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।