খেলার মাঠে সবার আগে
Nsports-logo

মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫

মেসির জোড়া গোল, নেইমারের তিন অ্যাসিস্টে বড় জয় পিএসজির

0

বড় জয় দিয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুম শুরু করল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শনিবার ক্লেরমন্ট ফুটকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি জায়ান্টরা। জয়ের নায়ক লিওনেল মেসি ও নেইমার জুনিয়র।

পিএসজির পাঁচ গোলের চারটিতেই নেইমারের অবদান। ম্যাচের নয় মিনিটে পিএসজিকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। পরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো তিন গোল। মেসি নেইমারের পাশাপাশি হাকিমি ও মারকুইনসের গোলে ক্লেরমন্টকে ৫-০ গোলে উড়িয়ে দিল পিএসজি।

ম্যাচের ২৬ মিনিটে নেইমারের এসিস্ট থেকে গোল করলেন হাকিমি। এরপর ৩৯ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করান পিএসজির অধিনায়ক মার্কুইনিসকে।

এদিকে প্রথমার্ধে না পারলেও দ্বিতীয়ার্ধে ঠিকই জ্বলে উঠলেন লিওনেল মেসি। দারুণ দুটি গোল করে শুভসূচনা করলেন মৌসুমের। ৮০ ও ৮৬ মিনিটে গোল দুটি করেন তিনি। ফলে মৌসুমের শুরুটাই দারুণভাবে করলো গালতিয়েরের শিষ্যরা।

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy