সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপ ফাইনাল: আজ বাংলাদেশ-ভারত দ্বৈরথ
বাংলাদেশ-ভারত সম্পর্ক দীর্ঘদিনের। তবে বন্ধুপ্রতীম এই দেশের সাথে খেলার মাঠে যেন এক দেশ আরেক দেশের চোখের বালি। সমর্থক থেকে শুরু করে খেলোয়াড়দের মধ্যে উত্তেজনার রোমাঞ্চ ছড়িয়ে পড়ে। সেই খেলাটি যদি হয় ফাইনাল; তাহলে তো কথাই নেই।
আজ (শুক্রবার) ভারতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে মিরাজুল ইসলামরা। ভুবনেশ্বরের কলিঙ্গা স্টেডিয়ামে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।
টাইগার যুবাদের দূর্দান্ত ম্যাজিকে অপরাজিত থেকেই সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছায় লাল-সবুজের প্রতিনিধিরা। শ্রীলংকা, ভারত ও মালদ্বীপকে হারিয়ে এবং নেপালের বিপক্ষে ড্র করে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে উঠে ফাইনালে।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপ ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, শাহিন মিয়া, তানভীর হোসেন, মইনুল ইসলাম, মুরশেদ আলী, অনন্ত, পিয়াস আহমেদ নোভা, আক্কাস আলী এবং মিরাজুল ।