সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারাল বাংলাদেশ
সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ। বুধবার ভারতের ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বাংলার বাঘেরা। ম্যাচটিতে লাল-সবুজদের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভা ও ভারতের হয়ে একটি মাত্র গোল করেন গুরকিরাত সিং।
বল দখলে এগিয়ে থাকা বাংলাদেশ ম্যাচে লিড নেয় ২৯ মিনিটে পিয়াসের গোলে। মাঝমাঠ থেকে বাড়ানো এক লম্বা বল বক্সের মধ্যে নিয়ন্ত্রণ নেন পিয়াস। ভারতের ডিফেন্ডার তাকে বাঁধা দেন। বক্সের মধ্যে জায়গা বদল করেন কয়েক সেকেন্ডর মধ্যেই। ভারতের গোলরক্ষক এগিয়ে আসলে তিনি বুদ্ধিদীপ্ততার সঙ্গে বল জালে পাঠান।
বাংলাদেশ এই লিড ছয় মিনিটের বেশি ধরে রাখতে পারেনি। ভারত ম্যাচে ফিরে এসেছিল ৩৫ মিনিটে। তবে ৪৫ মিনিটে বাংলাদেশ পেনাল্টি পেলে নোভা গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে দেন বাংলাদেশকে।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার প্রচেষ্টা চালায় ভারত কিন্তু স্বাগতিকদের কোনো সুযোগ দেয়নি পল স্মলির শিষ্যরা। বেশ কয়েকবার বাংলাদেশের রক্ষণে হানা দিলেও দক্ষতার সহিত আটকে দেয় তানভিররা। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ টেবিলের শীর্ষে। এই জয়ে ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেলো বাংলাদেশ।