২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হবে বাংলাদেশ। বার্মিংহামে অনুষ্ঠিত বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’র এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে ২০১৪ সালের পর আবারো নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেলো বাংলাদেশ।
এছাড়াও আইসিসি’র সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালে নারীদের বিশ্বকাপ আয়োজন করবে ভারত। ২০২৬ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ইংল্যান্ডে এবং ২০২৭ সালে নারীদের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হয়েছে শ্রীলঙ্কা।
নারীদের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত বিসিবি। আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ খবর। বিসিবির পক্ষ থেকে আইসিসির বোর্ডকে ধন্যবাদ যখন নারীদের ক্রিকেট সমৃদ্ধ ও বিস্তার লাভ করছে এমন সময় নারীদের এই বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেয়ার জন্য।’
২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ১০ দলের এই টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ। যেখানে মোট ম্যাচ হবে ২৩টি। সেমি ফাইনাল এবং ফাইনাল ম্যাচ হওয়ার কথা রয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।