খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪

৪০০ রানের ইনিংসে ব্র্যাডম্যান-লারাদের পাশে স্যাম নর্থইস্ট

0

প্রথম শ্রেণির ক্রিকেটে ফের ৪০০ রান। এবার কাউন্টি ক্রিকেটে। বিশ্বের নবম তথা কাউন্টিতে চতুর্থ ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন স্যাম নর্থইস্ট। গ্ল্যামরগানের হয়ে খেলতে নেমেই এই স্মরণীয় কীর্তি গড়েন বত্রিশ বছরের এই ব্যাটার। লেস্টারশায়ারের বিরুদ্ধে তিনি চারশো রানের মাইলস্টোন স্পর্শ করেন ৪৪৭ বলে এবং ছক্কা হাঁকিয়ে।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে লেস্টারশায়ারের বিপক্ষে চারদিনের ম্যাচ খেলছে গ্ল্যামারগান। লেস্টার টস জিতে আগে ব্যাটিং করে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৫৮৪ রান করেছিল। সেই রান টপকাতে নেমে নর্থইস্টের মহাকাব্যিক ইনিংসে চড়ে তৃতীয় দিনের লাঞ্চে ৫ উইকেটে ৭৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে গ্ল্যামারগান। ৪৫০ বল থেকে ৪১০ রান নিয়ে অপরাজিত থাকেন নর্থইস্ট।

লেস্টার পেসার রোমান ওয়াকারকে শূন্যে ভাসিয়ে সীমানাছাড়া করে ৪০০ রানের কীর্তি গড়েন নর্থইস্ট। কাউন্টি ক্রিকেটে পরিচিত মুখ হলেও এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি তার।

এখন পর্যন্ত ১৯১টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা নর্থইস্টের রানসংখ্যা ১১ হাজার ৫৫৬, এই ইনিংসের আগে তার সর্বোচ্চ ইনিংস ছিল ১৯১ রানের। লিস্ট-এ এবং টি-টোয়েন্টিতেও শতাধিক ম্যাচ খেলেছেন নর্থইস্ট।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy