খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪

সাকিবের লড়াইয়ের পরও হারল বাংলাদেশ

0

সাকিব আল হাসান ব্যাট হাতে ঝলক দেখালেন। পেলেন দাপুটে এক ফিফটি। তারপরও ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৫ রানে হার মাহমুদউল্লাহ বাহিনীর। ক্যারিবীয়দের দেয়া ১৯৪ রানের কঠিন লক্ষ্যটা ছোঁয়া হল না। এ জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

রোববার (৩ জুলাই) ডমিনিকার উইন্ডসর পার্কে রান তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই দুই ওপেনারকে হারায় সফরকারীরা। ওবেদ ম্যাকয়কে মারতে গিয়ে ৪ বলে ৫ রান করে ফেরেন লিটন। পরের বলেই বোল্ড হন বিজয়ও (৪ বলে ৩)।

দলীয় ৮ রানে ২ উইকেট হারিয়ে ক্রিজে আসেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ওডিয়েন স্মিথকে টানা দুই বলে একটি করে চার আর ছক্কা মেরে লড়াইয়ের ইঙ্গিত দেন টাইগার দলপতি। কিন্তু সেই ওভারেই ক্যাচ দিয়ে মাহমুদউল্লাহ সাজঘরে ফেরেন ৭ বলে ১১ রান করে।

এরপর সাকিব ও আফিফ জুটি দলের হাল ধরেন। তবে ১১তম ওভারে আফিফকে সাজঘরের পথ দেখান রোমারিও শেফার্ড। ২৭ বলে ৩ চার আর ১ ছক্কায় ৩৪ রান করেন এই বাঁহাতি। তবে, ব্যাতিক্রম সাকিব আল হাসান।

সাকিব টিকে থাকলেও ততক্ষণে ছিটকে গেছে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রানে থামে বাংলাদেশের ইনিংস। ৫২ বলে ৫ চার আর ৩ ছক্কায় ৬৮ রানে অপরাজিত থাকেন সাকিব।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে রভম্যান পাওয়েলের ২৮ বলে ঝোড়ো ৬১ ও ব্রেন্ডন কিংয়ের ৪৩ বলে ৫৭ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করেছিল উইন্ডিজ।

তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ৭ জুলাই প্রভিডেন্স স্টেডিয়ামে

সংক্ষিপ্ত স্কোর :

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৯৩/৫
কিং ৫৭, পুরান ৩৪, পাওয়েল ৬১*; সাকিব ৪-০-৩৮-১, শরিফুল ৪-০-৪০-২

বাংলাদেশ: ২০ ওভারে ১৫৮/৬

সাকিব ৬৮*,আফিফ ৩৪, সৈকত ১৫; ম‍্যাককয় ৪-০-৩৭-২, শেফার্ড ৪-০-২৮-২

ফলাফল : ৩৫ রানে হারল বাংলাদেশ।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy