আনফিট সাইফউদ্দিন, ছিটকে গেলেন উইন্ডিজ সিরিজ থেকে
ইনজুরি কাটিয়ে দীর্ঘ আট মাস পর জাতীয় দলে ডাক পেয়েছিলেন তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলার কথা ছিল তার।
সে অনুযায়ী ২৪ জুন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশে দেশ ছাড়ার কথা তার, কিন্তু বিমান ধরার আগে ফের এল দুঃসংবাদ।
বোলিংয়ের সময় পিঠের সেই পুরোনো ব্যথা আবার ফিরে এসেছে সাইফউদ্দিনের। আর তাই বিসিবির মেডিকেল টিম সাইফউদ্দিনকে উইন্ডিজ সিরিজের জন্য আনফিট ঘোষণা করেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছে, পিঠের চোট এখনো ভালো না হওয়ায় বোলিং ফিটনেস নেই সাইফউদ্দিনের। টানা বল করতে পারছেন না। বল করার পর চোটের জায়গায় ব্যথা পাচ্ছেন। এজন্য তাকে নিয়ে আর ঝুঁকিতে যেতে চাচ্ছে না বোর্ড। যদিও ব্যাটিংয়ে খুব বেশি সমস্যা হচ্ছিল না তার।
২০১৭ সালে বাংলাদেশ দলে অভিষেকের পর একের পর এক এক চোটে মাঠের বাইরেই সময় কাটছে এই তরুণ ক্রিকেটারের। এই ৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়ানডে আর টি-টোয়েন্টিতে সমান ২৯টি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সাইফউদ্দিন।