প্রীতি ম্যাচে মালয়েশিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে ৬১ ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়া নারী দলকে ৬-০ ব্যবধানে গুঁড়িয়ে দিল বাংলাদেশ নারী দল। দুই দেশের জাতীয় দলের পূর্বে হওয়া একমাত্র সাক্ষাতে মালয়েশিয়া জিতলেও, দ্বিতীয় দেখায় আঁখি-সাবিনাদের কাছে পাত্তাই পেল না তারা।
ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো তারা। ডান দিক থেকে সানজিদার ক্রসে অধিনায়ক সাবিনার শট ক্রসবারের ওপর দিয়ে গেলে সে যাত্রা রক্ষা পায় মালয়েশিয়া।
গোলের জন্য মরিয়া ম্যাচের নবম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। মারিয়া মান্দার কর্নারে গোলরক্ষক আজুরিন বিনতে মাজলান ক্লিয়ার করতে ব্যর্থ হলে গোলমুখ থেকে আলতো টোকায় বাকি কাজ সারেন আঁখি খাতুন।
দ্রুতগতিতে প্রথম গোলের দেখা পেয়ে বাংলাদেশ আরো উজ্জীবিত হয়ে খেলতে থাকে। সাবিনাদের টানা কয়েকটি আক্রমণে মালয়েশিয়ার রক্ষণ পরাস্ত হয়। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়া যে ৬১ ধাপ এগিয়ে সেটা বুঝাই যাচ্ছিল না। ২৫ মিনিটে অধিনায়ক সাবিনা গোলে ব্যবধান দিগুণ বাংলাদেশ।
প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগে মালয়েশিয়ার জালে আরও দুই গোল জড়ায় বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ৩০ মিনিটে সাবিনার ক্রস থেকে আঁখি খাতুন ডান পায়ের টোকায় নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন। প্রথমার্ধের শেষ গোলটি করেছেন সিরাত জাহান স্বপ্না। সাবিনার বাড়িয়ে দেওয়া বলটা শুধু জালে পাঠিয়েছেন স্বপ্না।
প্রথমার্ধের মত দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রেখে একের পর এক আক্রমণ চালাতে থাকে বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করে মালয়েশিয়কে একেবারে কোণঠাসা করে দেয় বাংলাদেশ। স্বাগতিক দের হয়ে ম্যাচের ৬৭ মিনিটে মনিকা ও ৭৪ মিনিটে গোল করেন কৃষ্ণা।
দুই ম্যাচ প্রীতি ম্যাচের আগামী ২৬ জুন মালয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি খেলবে বাংলাদেশের মেয়েরা।