চলে যাচ্ছেন স্টনিয়ার, চুক্তি নবায়ন করেনি বিসিবি
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। কিন্তু তার পরের আসরেই ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে অষ্টম হয়ে বিশ্বকাপ শেষ করে জুনিয়র টাইগাররা। যার ফলে বিদেশি কোচিং স্টাফের কারও সঙ্গেই চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রধান কোচ নাভিদ নেওয়াজ আগেই বিদায় নিয়েছেন। শ্রীলঙ্কা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্বও পালন করছেন তিনি।৪ বছর যুবদলের সঙ্গে কাজ করা ফিটনেস ও কন্ডিশনিং কোচ রিচার্ড স্টনিয়ারের সঙ্গেও চুক্তি নবায়ন করেনি বিসিবি।
যিনি বাংলাদেশের সমর্থকদের কাছে পরিচয় পেয়ছিলেন ‘পাগলা ভাই’ নামে। বিশেষ করে তার বাংলা বলা সবাই পছন্দ করত। আর খেলোয়াড়দের চাঙ্গা রাখতে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। যার সুফল আকবর,শরিফুল,জয়রা।
এই বিষয়ে স্টয়নিয়ার জানান, ‘বর্তমানে সুইজারল্যান্ড আছি। এক সপ্তাহের একটা ব্যক্তিগত প্রকল্প নিয়ে এখানে এসেছি। বিসিবি থেকে চুক্তির মেয়াদ বাড়ানো হয়নি। তবে এসব ব্যাপার না। বাংলাদেশে কাটানো ৪ বছর দারুণ উপভোগ করেছি। দেশের লোকজনের কাছ থেকে পেয়েছি সমর্থন ও ভালোবাসা।’
নাভিদ নেওয়াজের সঙ্গে চার বছর বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন স্টনিয়ার।ইতোমধ্যে নিয়োগ হয়ে গেছে প্রধান কোচ ও ব্যাটিং কোচ। আসছে বিদেশি নতুন ট্রেনারও। প্রধান কোচ হিসেবে স্টুয়ার্ট ল এবং ব্যাটিং কোচ হিসেবে ওয়াসিম জাফরকে নিয়োগ দিয়েছে বিসিবি।