ব্যাটিং ব্যর্থতায় ভুলে যাওয়ার মত দিন বাংলাদেশের
ব্যাটিং ব্যর্থতায় ও ক্যাচ মিসের মহড়ায় অ্যান্টিগা টেস্টে প্রথম দিন শেষে নাজেহাল অবস্থা বাংলাদেশের। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানে অল আউট হয়ে গেলেও টাইগাররা। দিনশেষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ৯৫ রান করেছে।
বৃহস্পতিবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। ক্যারিবীয় পেসারদের তোপে টাইগারদের টপ অর্ডার তিন ব্যাটারই ফিরে শূন্য রানে।
এরপর তামিম ইকবাল ও লিটন কুমার দাসের ব্যাটে কিছুটা আশা আলো দেখা গেলেও এই দুই জনের বিদায়ে ৪৫ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। এমণ অবস্থায় শেষ পর্যন্ত সাকিব আল হাসানের একার লড়াইয়ে ১০৩ রানে থামে টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন অধিনায়ক সাকিব আল হাসান।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পিচের মান বিচার করে ধৈর্যের পরীক্ষা দিতে থাকে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা। টাইগার ব্যাটাররা যেখানে তালগোল পাকিয়ে উইকেট ছুড়ে দিয়ে এসেছে, সেখানে খুব হিসেবি ভাবে ব্যাট চলাতে থাকে ক্যারিবীয়রা।
নিজেদের প্রথম ইনিংসে ৩২.৫ ওভারে গুটিয়ে যাওয়া বাংলাদশেকে প্রথম উইকেট পেতে অপেক্ষা করতে হয় ২৬ ওভারের বেশি। দলীয় ফিফটির আগে মোস্তাফিজুর রহমান ওয়েস্ট ইন্ডিজ ওপেনার জন ক্যাম্পবেলকে আউট করে এনে দেন প্রথম সাফল্য।
এরপর দলীয় ৭২ রানে রেইমন রেইফারকে দারুণ এক ডেলিভারিতে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে দুর্দান্ত ক্যাচ বানান ইবাদত হোসেন। ২৬ বলে ১১ রান করে ফেরেন এ ব্যাটার। দিনের বাকি সময়টা নিরাপদেই পার করেছেন ব্রেথওয়েট ও বোনের।
অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ১৪৯ বলে ৪২ এবং এনক্রুমার বোনার ৪৩ বলে ১২ রান নিয়ে আগামীকাল শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।