টেস্ট সিরিজে খেলা হচ্ছে না ইয়াসিরের
মুশকিকুর রহিম ছুটিতে থাকা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টেস্ট দলে লোয়ার মিডলঅর্ডার থেকে প্রমোশন নিয়ে পাঁচ নম্বরে খেলার দারুণ সুযোগ ছিলো ইয়াসির আলী রাব্বির হাতে। কিন্তু ভাগ্য সহায় হলো কই। প্রস্তুতি ম্যাচে পিঠের চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন ইয়াসির। এবার সেই চোটেই টেস্ট সিরিজে খেলা হচ্ছে না তার।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সময় ইয়াসির আলী রাব্বির পিঠে টান পড়েছিল। ৩৯ বলে ১১ রান করে স্বেচ্ছায় অবসরে গিয়েছিলেন ইয়াসির। পরে আর ব্যাটিংয়ে নামেননি। মূলত পিঠের ব্যথার (ব্যাক পেইন) কারণে রিটায়ার্ড হার্ট হয়েছিলেন ইয়াসির।
বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম তার চোট প্রসঙ্গে বলেছেন, ‘এই ধরনের চোট থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহের মতো সময় নেয়। এর ফলে সে টেস্ট সিরিজে খেলতে পারবে না।’
এদিকে ইয়াসির না থাকায় একাদশে ফিরতে পারেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান বা মোসাদ্দেক হোসেন সৈকত। দু’জনই লোয়ার মিডলঅর্ডারে ব্যাট করেন। লিটন কুমার দাস বা সাকিব আল হাসানকে খেলানো হতে পারে ব্যাটিং অর্ডারের পাঁচ বা ছয়ে।