পিএসজির ‘দায়িত্ব নিতে’ কাতারে জিদান!
ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি) লিগ ওয়ানের শিরোপা জেতাতে পারলেও চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতায় দ্বায়ে চাকরিচ্যুত হতে চলেছেন আর্জেন্টাইন কোচ মাওরিসিও পচেত্তিনো।
চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে রিয়ালের কাছে হেরে পিএসজি বিদায় নেওয়ার পরপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে পিএসজি থেকে বরখাস্ত হতে যাচ্ছেন মাওরিসিও পচেত্তিনো। তবে এবার সেই গুঞ্জন যে সত্যি হতে চলেছে তা এক প্রকার বলাই চলে।
কেননা স্প্যানিশ সংবাদপত্র ‘মুন্দো দেপোর্তিভো’র সাংবাদিক রেমন ফ্লুয়েনতেস দাবি, পচেত্তিনোর স্থলাভিষিক্ত হিসেবে ইতিমধ্যেই রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদানকে ‘বেছে নিয়েছে’ পিএসজি।
এবার এইও শোনা যাচ্ছে, পিএসজির সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে এরই মধ্যেই নাকি কাতারে যাচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা জিদান। আগামীকাল (শনিবার) আনুষ্ঠানিকভাবে সেই চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এর আগে ২০১৬ থেকে ২০১৮ এবং ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত রিয়ালকে কোচিং করান এই ফরাসি লিজেন্ড। যার মধ্যে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতানোর পাশাপাশি মাদ্রিদের এই ক্লাবটিকে দুটি লা লিগা ও দুটি ক্লাব বিশ্বকাপ জেতান জিদান।