রোনালদো-ডি ব্রুইন-কেনকে টপকে বর্ষসেরা ফুটবলার সালাহ
প্রোফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) মূল্যায়নে দ্বিতীয়বারের মতো বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিভারপুলের মিসরিয়ান তারকা মোহাম্মেদ সালাহ।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের জার্সিতে ২০২১-২২ মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়েছেন মোহাম্মেদ সালাহ। লিগ টাইটেল জিততে ব্যর্থ হলেও যুগ্মভাবে আসরের সর্বোচ্চ ২৩ গোল করেছেন সালাহ। পাশাপাশি ১৩টি অ্যাসিস্টও করেছেন তিনি। লিভারপুলের দ্বিতীয় হওয়ার পেছনে বড় ভূমিকাই রেখেছেন সালাহ।
এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রতিশোধ নেয়ার মঞ্চে দারুণ খেলেও জয় না ফেলেও লিভারপুলের হয়ে এফএ কাপ, কারাবাও কাপ শিরোপা উঁচিয়ে মিসরিয়ান এই তারকা। বর্ষসেরা ইংলিশ ফুটবলার হওয়ার পর সালাহ বলেন, ‘এটা জেতা সত্যিই দারুণ। কারণ এটা খেলোয়াড়দের ভোটে হয়েছে। এটা প্রমাণ করে আপনি আসলেই কঠোর পরিশ্রম করেছেন।’
এদিকে বর্ষসেরা খেলোয়াড়ের সাথে বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে প্রোফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন। এই তালিকায় ম্যানচেস্টার ইউনাইটেড এর ক্রিশ্চিয়ানো রোনালদো, ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনের মত তারকাদের স্থান হলেও বর্ষসেরা একাদশে জায়গা হয়নি ইংলিশ লিগে সালাহর সমান ২৩ গোল করা টটেনহ্যাম হটস্পারের কোরিয়ান তারকা সন হিউং মিনের।
পিএফএ প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশ:
অ্যালিসন বেকার (লিভারপুল), ট্রেন্ট অ্যালেকজান্ডার আর্নল্ড (লিভারপুল), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), অ্যান্টোনিও রুডিগার (চেলসি), জোয়াও ক্যানসেলো (ম্যানচেস্টার সিটি),
কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি), থিয়াগো আলকান্তারা (লিভারপুল), বার্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি),
সাদিও মানে (লিভারপুল), ক্রিশ্চিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড) ও মোহামেদ সালাহ (লিভারপুল)।