শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪
দেশটি যখন অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত, ক্রিকেটের মাঠেও অস্ট্রেলিয়ার কাছে একই ভাবে বিপর্যস্ত হলো শ্রীলঙ্কা। ঘরের মাঠে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা । মঙ্গলবার লঙ্কানদের দেয়া ১৩০ রানের টার্গেটে খেলতে নেমে বিনা উইকেটে ৬ ওভার বাকি থাকতেই জিতেছে অজিরা।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের দেয়া ১৩০ রানের মামূলি লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওপেনিং ব্যাটার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।
আরো পড়ুন
ওয়ার্নার ৪৪ বলে ৭০ রান করে ও ফিঞ্চ ৪০ বলে ৬১ রান করে অপরাজিত ছিলেন। ম্যাচসেরা হয়েছেন ১৬ রান দিয়ে ৪ উইকেট নেয়া অজি বোলার হ্যাজেলউড।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা ছিল দুর্দান্ত। এক উইকেটে স্পর্শ করে দলীয় শতরান। তবে তার পরে তাসের ঘরের মত ভাঙ্গতে থাকে লঙ্কানদের লাইনআপ। দানুস্কা গুনাতিলাকা ১৫ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস।
পাথুম নিশাঙ্কা করে ৩১ বলে ৩৬, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ৩৪ বলে ৩৮ করে আসালাঙ্কা ফিরলে আর কেউ স্থায়ী হতে পারেনি। ১১.৫ ওভার শেষে ১ উইকেটে ১০০ রান। বাকি ২৮ রান তুলতেই ৯ উইকেট হারায় শ্রীলঙ্কা। ফলে টি-টোয়েন্টির ইতিহাসে অস্ট্রেলিয়ার তৃতীয় বারের মতো ১০ উইকেটের জয়।
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ